বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার দায়ে ৮ দালালকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) প্রনয় চাকমা শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা প্রদান করেছেন। এদের মধ্যে ৭ জনকে কোস্টগার্ড সদস্যরা ও একজনকে পুলিশ বৃহস্পতিবার রাতে শাহপরীরদ্বীপ এলাকা থেকে আটক করে।
সাজাপ্রাপ্ত দালালরা হলেন, সাবরাং মুন্ডার ডেইল এলাকার মৃত ইউছুপ আলীর ছেলে ফজল করিম (৩৮), হাফেজ আহমদের ছেলে রাজা মিয়া (২৮), মিয়ানমারের মংডু এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে নবী হোসেন (২৭), টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে নুর খালেক (৩৫), কক্সবাজার কলাতলীর মোঃ হানিফের ছেলে মোঃ ইলিয়াছ (৩৫), সাবরাং কচুবনিয়ার নজির আহমদের ছেলে মোঃ আবুল আয়াত (২২), মংডু গর্জনিয়ার সৈয়দ কাশেমের ছেলে মোঃ আয়ুব (৩০), হাবিবুর রহমানের ছেলে নুরুল ইসলাম (৪৫)। এছাড়া আটক অপ্রাপ্ত বয়স্ক দুইজনকে খালাস প্রদান করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) প্রনয় চাকমা জানান, ধৃত দালালরা টাকার বিনিময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের এদেশে নিয়ে আসার অপরাধে সাজাপ্রাপ্ত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।