প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা ম্যাট ডেমন জানিয়েছেন তিনি হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের নারী আসক্তির কথা জানতেন, তবে তিনি যে যৌন হয়রানিকারী তা তার জানা ছিল না।
“সবাই যেমন বলছে ‘সবাই জানত’, তেমনি আমিও বলব, আমি জানতাম তিনি একজন নীচ,” ডেমন বলেন।
“তিনি তা নিয়ে গর্ব করতেন। এভাবেই তিনি জীবন যাপন করতেন। আমি জানতাম তিনি রমণীমোহন মানুষ। তবে আমি জানতাম না এতোটা অপরাধমূলক যৌন হয়রানির ঘটনা ঘটে চলেছে। একেবারেই জানতাম না,” তিনি আরও বলেন।
ম্যাট ডেমন তার ‘গুড উইল হান্টিং’ চলচ্চিত্রে ওয়াইনস্টিনের সঙ্গে কাজ করেছেন। ১৯৯৭ সালের চলচ্চিত্রটি দিয়েই ডেমন তারকা খ্যাতি লাভ করেন। ডেমন বলেন, “পাঁচ মিনিট তার সঙ্গে থাকলেই বোঝা যায় তিনি ষন্ডা ধরণের মানুষ। তিনি ভীতিকর। তার মিরাম্যাক্সই ১৯৯০-এর দশকে ভাল সব ফিল্ম নির্মাণ করেছে। ব্যাপারটি ছিল এমন- ‘হার্ভির হাত থেকে রক্ষা পাবার কোনও উপায় নেই’।”
ডেমন জানান ওয়াইনস্টিনের অপকর্ম আড়ালে আবডালে হয়েছে। তার সামনে কখনও পড়েনি।
“এর ভয়ঙ্কর দিকটি হল- এই নারী আর অভিনেত্রীরা তাদের স্বপ্ন পূরণের জন্য ছুটছে আর একসময় তারা নিজেদের একা এই দানবের সঙ্গে আবিষ্কার করত,” ডেমন বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।