প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চাকরিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী নোভা। প্রাইভেট প্রতিষ্ঠান ‘লেভেল থ্রি ক্যারিয়ারস’ এ হেড অব কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স পদে যোগ দিয়েছেন তিনি। ইতোমধ্যে সাত দিনের ট্রেনিংও সম্পন্ন করেছেন। নোভা বলেন, ‘মিডিয়ায় একযুগ পূর্ণ হয়েছে। এই পথচলায় দর্শক ভক্তের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি। তাদের ভালোবাসার কারণেই আমি আজকের নোভা। এখন জীবনটাকে একটু অন্যভাবে দেখতে চাই। তাই কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করলাম। সাতদিনের ট্রেনিং-এ নতুন আমাকে আমি আবিষ্কার করেছি। নিজেকে অন্যভাবে দেখার সুযোগ হয়েছে আমার। আমি খুব আশাবাদী যে এই নতুন জগতে আমি নিজের দক্ষতা প্রমাণ করতে পারবো। নতুন পথচলায় সবার দোয়া চাই।’ ২০০৬ সালে নোভা ‘ইউ গট দ্য লুক’-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন বেস্ট লুক ক্যাটাগরিতে। তার অভিনীত প্রথম নাটক অনিমেষ আইচের নির্দেশনায় ‘প্রেম ও ঘামের গল্প’। এতে নোভার বিপরীতে অভিনয় করেছিলেন জাহিদ হাসান। নোভা বর্তমানে দুটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন। একটি অরণ্য আনোয়ারের ‘বন্ধু বটে’ এবং অন্যটি আশিক মাহমুদের ‘পাগলা হাওয়া’। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি আলভী আহমেদের নির্দেশনায় ডেইল সোপ ‘দি জেনারেশন’-এ অভিনয় করছেন। তার সর্বশেষ দুটি বিজ্ঞাপন হচ্ছে ‘নেসলে এভ্রি ডে’ ও ‘প্রাণ মাস্টার অয়েল’। দুটি বিজ্ঞাপনই বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। নোভা জানান চাকরী করলেও অভিনয়ে তিনি নিয়মিত থাকবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।