Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসুদ সেজান-এর নতুন ধারাবাহিক ডুগডুগি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজানের নতুন ধারাবাহিক নাটক ‘ডুগডুগি’। নাটকটি এনটিভিতে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৮.২০মিনিটে প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, ডা. এজাজ, আজমেরী হক বাঁধন, মিশু সাব্বির, মৌটুসী বিশ^াস, আব্দুল­াহ রানা, শাহনাজ খুশী, সাহেদ আলী সুজন, শামীমা নাজনীন, শর্মীমালা, মুকুল সিরাজ, সিফাত শাহরিন, সাজ্জাদ হুসাইন, হায়দার কবীর মিথুন, শফিক মুক্তা, আল আমিন সবুজ প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, আহসান কবির একটি টিউশনি করার পাশাপাশি লিফলেট বিলি করে। তার ধারনা লিফলেটে যে দশটি পয়েন্ট আছে, সবাই যদি তা মেনে চলেন তাহলে আমাদেও চারপাশটা অনেক সুন্দর হবে। লিফলেট বিলি করতে গিয়েই তাকে নানান হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। অন্যদিকে, রেহনুমা একটি শোধনাগারে কাজ করে। প্রতিষ্ঠানটি মনে করে, মানুষের অসুখ তিন প্রকার- শারীরীক, মানসিক ও সামাজিক। প্রথম দুইটি রোগের প্রতিকারের ব্যবস্থা থাকলেও সামাজিক ব্যাধির কোনও কার্যকর প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার করা যায়নি। এই ব্যাধিটি নিয়েই তারা কাউন্সিলিং করে। কবির ও রেহনুমার মুল কর্মকান্ড একই সুতোই গাঁথা হলেও চারপাশের মানুষগুলো এতটাই আলাদা, আদৌ তাদের স্বপ্নের বাস্তবায়ন হবে কি?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ