রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে ছুরিকাঘাতে সাগর মিয়া (৩৫) নামক এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকাল উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর-চালকচর গ্রামের মাঝখানে রাস্তায় এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক ফেনী জেলার মজলিশপুর গ্রামের মৃত কাজামত ওরফে কাজলের ছেলে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন মানিকপুর থেকে দয়াকান্দা পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মানের কাজ চলছে। এতে ৭/৮ জন শ্রমিক কাজ করছে। তারা রাস্তার পাশেই থাকতো। শুক্রবার রাতে কয়েকজন মিলে তাস খেলছিল । এই নিয়ে নিহত সাগর ও ঘাতক সুমন মিয়ার মধ্যে তর্কবিতর্ক হয়। পরে শনিবার সকাল ১০টার দিকে দোকানে চা খেতে গেলে সুমন আবারো তর্কে জড়িয়ে সাগরকে ছুরি দিয়ে সজোরো আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাগর মারা যান। ঘাতক সুমন মিয়ার বাড়ী নোয়াখালী জেলার কবির হাট গ্রামে। তার বাবার নাম নুরুল ইসলাম।
সিলেটের সাবেক ছাত্রদল নেতা চমন গ্রেফতার
সিলেট অফিস : সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ চমনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টায় এয়ারপোর্ট থানা পুলিশ নগরীর চৌকিদিঘীস্থ তার শ্বশুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে। এয়ারপোর্ট থানার ওসি মোশারফ হোসেন বলেন, চমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তিনি পলাতক ছিলেন। গ্রেফতারি পরোয়ানা বলে তাকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।