Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজান নবজাগরণ সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

| প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাউজানের ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামুলক প্রতিষ্ঠান রাউজান ইসলামী নব জাগরণ সংগঠনের কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল বিকালে পৌর এলাকার ৭নং ওয়ার্ডস্থ ছত্তরপাড়া ১নং শাখার কার্য্যালয়ে বন্দর কর্মকর্তা মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাস্টার আকতার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জমিয়তুল উলামা চট্টগ্রামের মহাসচিব ও আরব নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মওলানা কেএম আলমগীর মাসউদ আরব নগরী। এতে সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ হানিফ আর মহাসচিব নির্বাচিত হন প্রবাসী মওলানা মঈনুদ্দীন।
এতে অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি মাস্টার আকতার হোসেন,সহ-সভাপতি মওলানা বদরুল হক,সহ-সভাপতি মওলানা আবু দরদা মাসুম,যুগ্ন সচিব মওলানা সাইফুল্লাহ,যুগ্ন সচিব মওলানা মাসুদ, যুগ্ন সচিব মুহাম্মদ আরিফ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মওলানা ওসমান খলিলাবাদী,সহ সাংগঠনিক মোহাম্মদ মোরশেদ,সহ সাংগঠনিক মওলানা আতাউল্লাহ,অর্থ সম্পাদক জিয়া উদ্দিন,সহ অর্থ সম্পাদক মওলানা ইমরান, সহ অর্থ সম্পাদক রায়হান,সহ অর্থ সম্পাদক সাহেদুল আলম, সহ অর্থ সম্পাদক এরশাদুল ইসলাম, দপ্তর সম্পাদক (অস্থায়ী) জিয়া উদ্দিন, সহদপ্তর সম্পাদক মোজাফ্ফর, সহ দপ্তর সম্পাদক আল ফয়সাল,সমাজ কল্যাণ সম্পাদক শোয়াইব বিন আফসার, সহকল্যাণ সম্পাদক সাইফুল্লাহ সিদ্দিকী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মওলানা হাফেজ শোয়াইবুল ইসলাম, সহশিক্ষা ও সাহিত্য সম্পাদক হাফেজ রাশেদুল ইসলাম,যোগাযোগ ও প্রচার সম্পাদক মহিউদ্দিন, সহ যোগাযোগ ও প্রচার সম্পাদক সাহাবু উদ্দিন, সহ যোগাযোগ ও প্রচার সম্পাদক হাফেজ আবদুর রহমান, সহ যোগাযোগ ও প্রচার সম্পাদক আবু তাহের, কার্য্যনির্বাহী সদস্য মওলানা মামুন বিন ইউনুচ, মওলানা রাশেদ, মওলানা খোরশেদ, ছালামত উল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ