রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে সৃষ্ঠ অগ্নিকান্ডে ৬টি দোকানসহ ৩০লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার গভীর রাতে গোবিন্দগঞ্জ বাজারে হাইস্কুল রোড এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে সৃষ্ঠ অগ্নিকান্ডে গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ি ফখর উদ্দিনের মুদি দোকান ৪ লাখ, সাংবাদিক বদর উদ্দিন আহমদের বঙ্গবন্ধু পত্রিকা হাউজ এন্ড টি ষ্টল ৩লাখ, শাহাব উদ্দিনের চাউলের আড়তের সাড়ে ৭লাখ, আব্দুল হাই টেলিকমের সাড়ে ৫লাখ, অরবিন্দুর অপি ফার্নিচারের ৭লাখ ও হাজি আব্দুর রউফের ৩লাখ টাকাসহ ৩০লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। এসময় দোকানের মালামাল, কাগজপত্র, আশা ও গ্রামীন ব্যাংকের ঋন বহি, ফ্রিজ, টিভি, নগদ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। বদর উদ্দিনের আহমদের আশা ঋন সংস্থার একটি পাশ বহি পুড়ে গেছে বলে জানান তিনি। রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্ঠা করে পুরো বাজারকে ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা করেন।
এঘটনায় ৬টি পরিবারের মধ্যে চরম বিপর্যয় নেমে এসেছে। তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা- নিশ্চিত করে কেউ বলতে পারছেননা। গতকাল শনিবার সকালে এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।