Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা

| প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে মাদক ব্যবসায় বাধা দেয়ায় সন্ত্রাসী হামলা চালিয়ে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে মারাত্বক জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলা হলে উল্টো নির্যাতিত পরিবারের কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত পরিবারের সদস্যরা বাদী হয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ তা এসডিআর হিসেবে গ্রহন করার পর অদ্যাবধি কোন আইনী পদক্ষেপ নেয়নি।
ফলে মাদক বিক্রেতাদের হাতে নির্যাতিত পরিবারের ছবুরা খাতুন বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। জানা গেছে, ফেনী পৌরসভার পশ্চিম রামপুর (আনছু মিয়া সওদাগর বাড়ী)এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে পরিচিত কালা মিয়া ও তার ছেলে মামুন, সোহেল, দিপু, মৃত নুর ইসলামের ছেলে জনি, মৃত মকু মিয়ার ছেলে নুরুজ্জামান প্রকাশ কালা মিয়া ওতার স্ত্রী জাহানারা, সোহেলের স্ত্রী পান্না দীর্ঘদিন ধরে জমজমাট মাদক বিক্রি করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ