Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাঁদপুরে দিনব্যাপী স্কুল ব্যাংকিং কনফারেন্স

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১২ এএম, ২৯ অক্টোবর, ২০১৭

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ব্যতিক্রমধর্মী এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের জিএম আবুল বশর, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, পৌর মেয়র নাসির উদ্দিন আহম্মদ। চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে এ স্কুল ব্যাংকিং কনফারেন্সে সরকারি-বেসরকারি মিলে ২৭ বাণিজ্যিক ব্যাংক অংশগ্রহণ করে। এইউপলক্ষে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়। শহরের ইলিশ চত্বর ঘুরে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। চাঁদপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স আয়োজন করে সোশাল ইসলামী ব্যাংক লিমিটেড। সোশাল ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার ব্যাবস্থাপক ফজলুর রহমান মানিক জানান, সরকারি-বেসরকারি এমন ২৭টি বাণিজ্যিক ব্যাংক দিনব্যাপী এই কনফারেন্স এ যোগ দিয়েছে। এতে অংশ নেওয়া ব্যাংকগুলোর স্থানীয় কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ