বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা, বাধা-বিপত্তি ও ব্যারিকেডকে উপেক্ষা করেই দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ফেনীর মহিপালে জমায়েত হয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
শুক্রবার রাত থেকেই ফেনীর সর্বস্তরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আর শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে শহরে ঢুকতে বাধা দিচ্ছে। শহরের চারদিকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ব্যারিকেড সৃষ্টি করে রেখেছে। যার কারণে জেলার কোনো জায়গা থেকেই যাত্রীবাহী বাস শহরে ঢুকতে পারছে না।
এদিকে, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধা ও রাস্তার ব্যারিকেড উপেক্ষা করেই খালেদা জিয়াকে একনজর দেখতে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ফেনী শহরে জড়ো হয়েছেন। খালেদা জিয়া এসে পৌঁছা পর্যন্ত নেতাকর্মীদের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।