Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারের পথে খালেদা জিয়া, পথে পথে উষ্ণ অভ্যর্থনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:৪৪ পিএম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফরকে কেন্দ্রকরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সকাল ১০ টা ৪০ মিনিটে বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে নয়াপল্টনে পৌঁছালে রাস্তার দুপাশে নেতাকর্মীদের ঢল নামে।
এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় আশপাশের এলাকা। পরে বিএনপির নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, টিকাটুলি, যাত্রাবাড়ী, কাজলা, শনিআখরা, রায়েরবাগসহ রাজধানীজুড়ে ব্যানার-ফেস্টুন নিয়ে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ সংগঠনের থানা ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা দাড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানায়।
এ সময় বিএনপি চেয়ারপার্নস হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান।
সফর নিয়ে সফররত দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশনেত্রীর এ সফর নি:সন্দেহে একটি মহৎ উদ্যোগ। মানবতার ডাকেই এ সফর।
তিনি বলেন, এ সফরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আশার আলো সৃষ্টি হবে, তারা উজ্জীবিত হবেন।



 

Show all comments
  • Zahir ২৮ অক্টোবর, ২০১৭, ১২:৪৯ পিএম says : 0
    দেশ নেত্রী দেশের কল্যানেই শেশের জনগনের পাশে থাকবে এটাই জনগন চায়।শুভ মঙ্গল কামনা রইল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ