Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমনায় দু’দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর রমনায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে দু’দিন আটকে রেখে এক কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বলেন, রমনা থানার বাংলামোটর এলাকায় আমাদের বাসা। পাশের বাসার প্রাইভেটকার চালক রাসেলের (২৪) সাথে আমার মেয়ের সম্পর্ক ছিল। সেই সুবাধে গত ২২ অক্টোবর বিকালে রাসেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মতিঝিলের আরামবাগ এলাকায় তার এক বন্ধুর বাসায় নিয়ে যায়। সেখানে তাকে দুই দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে বিয়ে না করে ২৪ অক্টোবর বিকালে তাকে এলাকায় পৌছে দেয়। তিনি বলেন, মেয়ে বাসায় আসার পর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি আমাকে জানায়। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাবুল মিয়া বলেন, মেয়েটি হাসপাতালে ভর্তি রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ