Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী

বিশেষ সংবাদদাতা, নোয়াখালী ব্যুরো ঃ | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নোয়াখালীতে আওয়ামী লীগ অতীতের যে কোন সময়ের চাইতে সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী। প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যায়ে রয়েছে শক্তিশালী কমিটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবার লক্ষ্যে তৃণমূল থেকে কাজ করছে নেতাকর্মীরা। তেমনিভাবে দলের নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন চলছে সমান গতিতে। এসবের পাশাপাশি তিনতলা বিশিষ্ট সূ-দৃশ্য জেলা আওয়ামীলীগ কার্যালয় দেশের অন্য জেলার দলীয় কার্যালয়কে হার মানায়। মূলতঃ এসবের কৃতিত্বের দাবীদার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী সদর-সূবর্ণচর আসনের এমপি একরামুল করিম চৌধুরীর।
আগামী জাতীয় নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনের মধ্যে অন্তত ৪টি আসনে একাধিক একাধিক প্রার্থী রয়েছে। এগুলো হচ্ছে, চাটখিল, সেনবাগ, বেগমগঞ্জ ও হাতিয়া। এরমধ্যে চাটখিল আসনে বর্তমান এমপি এইচ এম ইব্রাহিমের পাশপাশি দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। সেনবাগ আসনে বর্তমান এমপি মোরশেদ আলমের পাশাপাশি এফবিসিসিআই নির্বাহী কমিটির সদস্য, নোয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি, তমা গ্রæপের চেয়ারম্যান, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান ভূইয়া (মানিক) এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক ড. জামাল উদ্দিন আহমদ এফসিএ । বেগমগঞ্জ আসনে এমপি মামুনুর রশিদ কিরনের পাশাপাশি মোনাজ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবী মিনহাজ আহমেদ জাবেদ । হাতিয়া আসনে বর্তমান এমপি আয়েশা ফেরদাউস এর পাশাপাশি সাবেক এমপি মোহাম্মদ আলী, অধ্যাপক ওয়ালী উল্লাহ ও শিল্পপতি মাহমুদ আলী রাতুল প্রমুখ।
বর্তমান সরকার কর্তৃক নোয়াখালীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডকে স্থানীয় আওয়ামী লীগ বেশ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সোনাপুর-সোনাগাজী-জোরলগঞ্জ সড়ক, বেগমগঞ্জ চৌরাস্তা - সোনাপুর জিরো পয়েন্ট চার লেন সড়ক, বেগমগঞ্জ চৌরাস্তা - কুমিল্লা টমছমব্রীজ পর্যন্ত চারলেন সড়ক, নোয়াখালী খাল খনন প্রকল্প, জননেতা নুরুল হক হাসপাতাল, চৌমুহনীতে চারলেন সড়কসহ বিভিন্ন বিভাগের অধীনে চলমান উন্নয়নমূলক কর্মকান্ড এবং বাস্তবায়নাধীন প্রকল্প দ্রæত সময়ে বাস্তবায়ন করতে চাচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নোয়াখালী জেলার মর্যাদা বহুলাংশে বৃদ্বি পাবে এমনকি জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে। এছাড়া নোয়াখালী রেলওয়ে স্টেশন থেকে দক্ষিণে সূবর্নচর পর্যন্ত রেল লাইন স্থাপন ও চারলেন সড়ক নির্মাণের কথা শোনা যাচ্ছে। এসব প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একরামুল করিম চৌধুরী এমপি জানান, জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের পাশাপাশি নোয়াখালীতেও এধারা অব্যাহত রয়েছে। এটা আগামীতেও অব্যাহত থাকবে। এক কথায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন তথা দেশ ও জাতির সার্বিক অগ্রগতির লক্ষ্যে জননেত্রী ও প্রধানমন্ত্রী মেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ