Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজীবন সম্মাননা পাচ্ছেন সূচন্দা

অভি মঈনুদ্দীন ঃ | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক কোহিনূর আক্তার সূচন্দা ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হতে যাচ্ছেন। ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টার’র পক্ষ থেকে ‘ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফটাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হতে যাচ্ছেন তিনি। আজ সন্ধ্যা ছয়টা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কনভেনশন হলে সূচন্দা’র হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে। সূচন্দা বলেন, ‘আজীবন সম্মাননা পাওয়ার বিষয়টি অনেক আনন্দের, ভালোলাগার। এই ধরনের পুরস্কার পেলে মনে হয়, সত্যিই ভালো কিছু করতে পেরেছি। এমন পুরস্কারপ্রাপ্তিতে জীবনের এই সময়ে এসেও নতুন করে কাজ করার জন্য অনুপ্রাণিত হচ্ছি। অনেক কষ্টের পর এই ধরনের স্বীকৃতি আমার কাছে অনেক মূল্যবান। তাই আজীবন সম্মাননা পাওয়ার বিষয়টি আমার কাছে বিরাট পাওয়া বলেই মনে হয়। নতুন করে নতুনভাবে পথচলায় আবারো উৎসাহিত হলাম। মনে হচ্ছে, আরো ভালো কিছু কাজ করতে পারবো-নিশ্চয়ই।’ সূচন্দা জানান, ছোটবেলায় যশোহরে মোমেন গার্লস স্কুলে পড়ার সময় নৃত্যনাট্যে এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহু পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার অর্জনের বিষয়টি তাই তার জীবনে ছোটবেলা থেকেই হয়ে আসছে। এমএম কলেজে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়েছেন তিনি। অতঃপর ঢাকা সিটি নাইট কলেজ থেকে বিএ পরীক্ষা দেবার কথা থাকলেও চলচ্চিত্রে অভিনয় শুরু করার কারণে আর বিএ পরীক্ষা দেয়া হয়ে উঠেনি। সুভাষ দত্তের নির্দেশনায় ‘কাগজের নৌকা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে সূচন্দা নামে ১৯৬৬ সালে তার চলচ্চিত্রে অভিনয়ের অভিষেক হয়। সূচন্দা নামটি সুভাষ দত্তেরই দেয়া। এরপর তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেন। তার নির্দেশিত একমাত্র চলচ্চিত্র হচ্ছে ‘হাজার বছর ধরে’। চলচ্চিত্রটি ২০০৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ পরিচালক’, ‘শ্রেষ্ঠ প্রযোজক’,‘শ্রেষ্ঠ কাহিনীকার’,‘শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার’,‘শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক’, ‘শ্রেষ্ঠ সেটডিজাইনার’র পুরস্কার লাভ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ