Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহীদের নতুন মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

দূরবীন ব্যান্ডের কর্ণধার ও ভোকালিস্ট শহীদ। তার ‘এক জীবন’ গানটি দর্শকদের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই গানটির মিউজিক ভিডিওর নায়ক ছিলেন মডেল ও অভিনেতা অন্তু করিম। এরপর শহীদের আরও কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা গেছে অন্তুকে। নতুন খবর হলো, আবারও শহীদের মিউজিক ভিডিওতে মডেল হলেন অন্তু করিম। গানটির শিরোনাম, ‘দূরত্ব’। মিউজিক ভিডিওটিতে তার বিপরীতে রয়েছেন সদ্য শেষ হওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগী জান্নাতুল সুমাইয়া হিমি। শহীদ বলেন, ‘স¤প্রতি কক্সবাজার থেকে গানের মিউজিক ভিডিওটি শেষ করেছি। ভালো একটি কাজ হয়েছে। অন্তুর সাথে কাজের অভিজ্ঞতাটা বরাবরই ভালো। এই মিউজিক ভিডিওটিতেও অন্তুকে ভিন্নভাবে পাবেন সবাই।’ অন্তু করিম বলেন, ‘নতুন এই মিউজিক ভিডিওটি বেশ চমকপ্রদ। এই মিউজিক ভিডিওতে গতানুগতিক ভিডিওর বাইরে দৃশ্যায়নে বৈচিত্র আনার চেষ্টা করা হয়েছে। আশা করছি, দর্শকরা নতুন কিছু দেখতে পাবেন। আমার বিপরীতে রয়েছে হিমি, সেও ভালো করেছে। গানের চিত্রায়নের কাজ হয়েছে কক্সবাজার, উখিয়া, টেকনাফ, সোনাপুর ও আশেপাশের এলাকাগুলোতে। লুৎফর হাসানের কথা ও সুরে সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিও তৈরি করেছেন তানজিম মিশু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ