প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গ্র্যামি বিজয়ী গায়িকা কেলি ক্লার্কসন জানিয়েছেন ক্যারিয়ারের শুরুতে একবার তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। তিনি জানান শুরুতে তাকে ওজন কমাবার জন্য চাপাচাপি করলে তিনি এমন বেপরোয়া সিদ্ধান্ত নেন।
অ্যাটিচ্যুড সাময়িকীকে দেয়া এক সাক্ষাতকারে ৩৫ বছর বয়সী গায়িকাটি জানান শুধু ক্যারিয়ারের জন্য তাকে আরও কৃশকায়া হবার নির্দেশ দেয়া হলে তিনি মনে মনে ভীষণ ভেঙে পড়েন।
ক্লার্কসন বলেন, “আমি যখন ওজন কমাতে কমাতে অনেক শুকিয়ে গেছি, তখন আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
‘বিকজ অফ উই’ গানটির এই শিল্পী জানান হাই স্কুলে পড়ার সময় তার খাওয়া দাওয়া নিয়ে সমস্যা ছিল। তিনি জানান সেই সময়টি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময়।
তিনি আরও বলেন, “আমি তখন ভাবতাম এক মাত্র উপায় হল সঙ্গীত জগত ছেড়ে দেয়া। হেডফোন কানে দিয়ে শুধু দৌড়াতাম, আর তাতে আমার পায়ের পাতা আর হাঁটুতে আঘাত পেয়েছিলাম। আমাকে সারাক্ষণ জিমে থাকতে হত।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।