Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই শিক্ষার্থীদের উদ্ভাবনী স্কিল কম্পিটিশন

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের সহায়ক ‘স্কিল কম্পিটিশন-২০১৭ প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক এবং কানাডার আর্থিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি এ স্কিল কম্পিটিশন-২০১৭ অনুষ্ঠিত হয়। কাপ্তাইয়ের সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা দিয়ে বর্তমান ডিজিটাইল যুগের বিভিন্ন কাজে লাগে এমন প্রায় ২২টি উদ্ভাবনী দ্রব্য তৈরি করে প্রর্দশনী দেখানো হয়। শিক্ষার্থীদের তৈরিকৃত উদ্ভাবনী কার্যক্রম এবং মেধা শক্তিগুলো পরিদর্শন করে মূল্যায়ন করেন কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এমডি, প্রকৌশলী ডক্টার এম এম এ কাদের, সুইডেন পলিটেকনিক অধ্যক্ষ প্রকৌশলী আশুতোশ নাথ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী পরিচালক আব্দুল মতিন হাওলাদার, প্রকৌশলী মোস্তাক আহমেদ, প্রকৌশলী তপন কান্তি মল্লিক, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহমেদ, কেপিএম জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ২২টি প্রকল্প অংশগ্রহণ করে। বর্তমান যুগে কাজে লাগে এমন তিনটি উদ্ভাবনী দ্রব্যকে পাঁচ সদস্যবিশিষ্ট মূল্যায়ন কমিটি যাচাই-বাচাই করে প্রথম থেকে তৃতীয় ঘোষণা করেন। এর মধ্যে প্রথম হয় অটোমোবাইল, দ্বিতীয় কম্পিউটার ও তৃতীয় হয় সিভিল উড। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেয়া হয়। এ সময় সুইডেন পলিটেকনিকের সব বিভাগীয় প্রধানসহ সব শিক্ষক অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ বলেন, শিক্ষার্থীদের প্রচুর মেধা শক্তি রয়েছে। শুধু ইচ্ছাশক্তি কাজে লাগাতে পাড়লে সুন্দার একটি দেশ আগামীতে উপহার দিতে পাড়বে বলে তিনি মনে করেন। বিজয়ীরা চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে ১৮নভে¤¦র অংশগ্রহণ করবে। পরে ১৩টি অঞ্চলের আঞ্চলিক পর্যায়ে ৫১টি উদ্ভাবন নিয়ে জাতীয়পর্যায়ে আগামী ৯ ডিসে¤¦র তারিখ অংশগ্রহণ করবে। তার প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে বিজয়ী হবে বলে আশবাদ ব্যাক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ