Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নান্দাইলে চালককে ছুরিকাঘাত করে অটোবাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা : গ্রেফতার ৩

নান্দাইল (ময়মনসিংহ) থেকে শংকর চন্দ্র বনিক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কিশোরগঞ্জ-ময়মনসিংহর মহাসড়কের নান্দাইল উপজেলার মুশুল্লী পালাহার আমলীতলা নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টার দিকে নান্দাইল চৌরাস্তা হতে ৪ যুবক যাত্রী হিসেবে একটি অটোবাইক রিজার্ভ করে কিশোরগঞ্জ দিকে যাওয়ার পথে মুশুল্লী পালাহার আমলীতলা নামক স্থানে যেতেই যাত্রীবেশী সন্ত্রাসীরা অটোবাইক ড্রাইভার উত্তর মুশুল্লী গ্রামের আব্দুল হেকিমের পুত্র মিজানুর রহমানকে খুন করার উদ্দেশ্যে গলায় ছুরি চালায়। এক পর্যায়ে অটোবাইকটি রাস্তার নিচে পড়ে যায়। ড্রাইভারের আর্তচিকিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ঘটনাস্থলেই কিশোরগঞ্জ জেলা সদরের গাইটালের রফিকুল ইসলামের পুত্র সাগর (১৭), ফেনী জেলার রামপুর গ্রামের সাইদুর রহমানের পুত্র আবদুল্লাহ আল জুবায়েরকে হাতেনাতে ধরে ফেলে। ২ সন্ত্রাসী পালিয়ে যায়। এলাকাবাসী ধৃতদের মারধর করে।
এ খবর নান্দাইল থানায় পৌছলে মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলী সঙ্গীয় ফৌসসহ ঘটনাস্থলে গিয়ে অনেকক্ষণ চেষ্টার পরও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হিমশিম খান। আহত ড্রাইভারকে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ