Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গঙ্গাচড়ায় বিএনপির সদস্য সংগ্রহের শুরু

গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের শুরু করা হয়েছে। নোহালী ইউনিয়নের সমাজ সেবিকা ফেন্সি বেগমের হাতে সদস্য ফরম তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক রইচ আহম্মেদ। গতকাল উপজেলা বিএনপির উদ্যোগে গঙ্গাচড়া সিনিয়র মাদরাসা মাঠ প্রাঙ্গণে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি কাজী খয়রাত শাহ, এরশাদুল হক, আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান আনিছ, দপ্তর সম্পাদক হারুন-অর-রশীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহা. ইনামুল হক মাজেদী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মীর কাশেম মিঠু, আব্দুল গফুর সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন লিজু, যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস হাসান চৌধুরী রোকন, উপজেলা যুবদলের সভাপতি চাদ সরকার, জাসাস-এর সভাপতি মমিনুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াউর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা, উপজেলা ছাত্রদলের সভাপতি মহব্বত প্রমূখ। এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ