Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চন্দনাইশে আ’লীগের দুই গ্রæপের সংঘর্ষে আহত ১০ : সড়ক অবরোধ

| প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চন্দনাইশ (চট্টগ্রাম ) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদরে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় আওয়ামী লীগের দুই গ্রæপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় একপক্ষ অবরোধ সৃষ্টি করলে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু গ্রæপের কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়। উপজেলা সদরের শাহ আমিন পার্কে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের কথা কাটাকাটি থেকে এ সংর্ঘষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আবু আহমেদ গ্রæপের কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেড দেয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে ব্যারিকেড তুলে নিলেও দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ