Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান আসামি পলাশের স্বীকারোক্তি : গ্রেফতার-২

কলেজছাত্রীর ৭ টুকরো লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 বরগুনা জেলা সংবাদদাতা : আমতলীতে কলেজ ছাত্রী মালা আক্তারকে প্রেমিক পলাশ কর্তৃক কুপিয়ে নির্মমভাবে হত্যার পর ৭ টুকরো করার ঘটনায় দুইজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে প্রেমিক কলেজ প্রভাষক আলমগীর হোসেন পলাশ ও তার ভাগ্নি জামাই অ্যাডঃ মাঈনুল আহসান বিপ্লবকে আসামী করে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন একই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নুরুল ইসলাম বাদল। গত বুধবার সকালে আসামীদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, প্রধান আসামী আলমগীর হোসেন পলাশ আদালতের বিচারক মোঃ হুমায়ূন কবিরের কাছে ১৬৪ ধারায় খুনের কথা স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। আরেক আসামী অ্যাডঃ মাঈনুল আহসান বিপ্লবকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আমতলী থানার ওসি মোঃ শহিদ উল্লাহ্ একই আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে, আদালত আগামী ৩১ অক্টোবর শুনানির দিন ধার্য্য করেন। গত বুধবার দুপুরে মালা আক্তারের নানা বাড়ি বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের পূর্বঘূদিঘাটা গ্রামে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম বইছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে বিহŸল মা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ