Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে পটকা তৈরির চেষ্টায় আহত দুই শিক্ষার্থী

| প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁওয়ে পটকা তৈরি করতে গিয়ে কলেজ ছাত্র নিলয় ও ৭ম শ্রেণীর ছাত্র ফালান গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের যাত্রাসিদ্ধি গ্রামে। আহত নিলয় যাত্রাসিদ্ধি গ্রামের মহসিন মিয়ার ছেলে। সে কিশোরগঞ্জ জেলার গুরুদয়াল কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্র। অপর আহত ফালান একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে দত্তের বাজার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। পুলিশ ঘটনাস্থল থেকে পটকা তৈরির সরঞ্জাম প্লাস, তার হাতুড়ি, বারুদ, ম্যাচ ইত্যাদি জব্দ করেছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে যাত্রাসিদ্ধি গ্রামের কলেজ ছাত্র নিলয় (২০), স্কুল ছাত্র ফালান (১৪), আশরাফুল (১৮) ও জোনায়েদ (১৯) এই চার জন মিলে স্থানীয় সীমাখালী পুল সংলগ্ন একটি ওয়াকসপের পার্শে বোমা তৈরির চেষ্টা চালায়। এ সময় অসাবধানতায় বিস্ফোরণ হলে ফালানের মুখ ও আঙ্গুল, নিলয়ের দুই হাতের আঙ্গুল পুড়ে যায়। বাকি দুজনের তেমন কোন ক্ষতি হয়নি। আহত নিলয়ের ফালানের বাবা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ