বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস : বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে গত বুধবার রাতে ভারত থেকে পাচার হয়ে আসা বস্তাভর্তি ৬৫ লাখ টাকাসহ বাংলাদেশী এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মোস্তাব আলী (৪০) সীমান্তবর্তী সাদিপুর গ্রামের তোরাব আলী ছেলে। ৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আরিফুল হক জানান, সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান হুন্ডির টাকা পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বস্তা ভর্তি টাকাসহ মোস্তাব আলী নামে এক মুদ্রা পাচারকারীকে আটক করে। পরে রাত এগারোটায় বিজিবি ক্যাম্পে বস্তা খুলে তার ভেতর থেকে ৬৫ লাখ বাংলাদেশী টাকা পাওয়া যায়। আটক টাকাসহ রাতেই মোস্তাব আলীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়। আটক মোস্তবা জানান, টাকাগুলো ভারত থেকে মানি এক্সচেঞ্জর এক মালিক বাংলাদেশে বেনাপোল চেকপোস্টে একটি বড় মানি চেঞ্জার অফিসে পৌছে দেয়ার জন্য আসা হচ্ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।