বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে তিনদিনের মনোজ্ঞ বনসাই প্রদর্শনী। প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির ৪শ’ বনসাই স্থান পেয়েছে। গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম বনসাই সোসাইটি আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থপতি জেরিনা হোসেন। চট্টগ্রাম বনসাই সোসাইটির সভাপতি নিপুল তাপস বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মোর্শেদ, বিশিষ্ট শিল্পপতি মনির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক আবু ছরওয়ার। পরে প্রধান অতিথি জেরিনা হোসেন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন। আয়োজকরা জানান, বট, অশ্বথ, হিজল, তমাল, শেওড়া, কামিনী, কৃষ্ণচূড়া, লেনটেলা, পাইকসহ বিভিন্ন ভ্যারাইটির ৪শ’ বনসাই প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।