বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল বৃহস্পতিবার দৈনিক ইনকিলাবের শেষের পাতায় প্রকাশিত ”নোয়াখালীতে হামলা মামলায় জর্জরিত বিএনপি” শীর্ষক সংবাদের প্রেক্ষিতে সেনবাগ আসনে বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দল সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সাবেক চীফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক ইনকিলাবকে জানান, সেনবাগ উপজেলার কতিপয় জনবিচ্ছিন্ন ব্যক্তি বিএনপিকে দূর্বল করার জন্য দীর্ঘদিন থেকে তৎপর রয়েছে। এরা আমার ও স্থানীয় বিএনপি’র বিরুদ্বে উদ্ভট, কাল্পনিক ও মনগড়া গুজব ছড়াচ্ছে। মূলতঃ চক্রটি আগামী নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে জয়ী করার হীন চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি বলেন, সেনবাগ আসনে বিএনপি একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত। সেখানে কোন অপশক্তি শহীদ জিয়ার হাতে গড়া বিএনপিকে দূর্বল করতে পারবেনা। সেনবাগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কুচক্রীদের কর্মকান্ড সম্পর্কে ওয়াকিবহাল। সুতরাং সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে কুচক্রীরা এখন অপ-প্রচারে লিপ্ত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।