বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে নামাজে জানাযা শেষে চট্টগ্রামের বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদুল আনোয়ারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বাদ জোহর অনুষ্ঠিত নামাজে জানাযায় ইমামতি করেন হাটহাজারী মাদরাসার মুফতি মাওলানা জসিম উদ্দিন। মরহুমের জামাতা মীরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মির্জা আবু মনসুর, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, ফটিকছড়ি আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম চৌধুরীসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ শরিক হন। এরপর গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়। বুধবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।