Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়ায় জাসদের আলোচনা সভায় প্রফেসর ড. আনোয়ার হোসেন

মো: শামসুল আলম খান, ময়মনসিংহ ব্যুরো: | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

আগামী নির্বাচনে জিততে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলোকে এগিয়ে নিতে হবে
জাসদ কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদসহ দূর্যোপূর্ন পরিবেশে জামায়াত বিএনপির সঙ্গে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগের পক্ষে সামনে আগিয়ে যাওয়া সম্ভব নয়। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আগামী নির্বাচনে জিততে হলে মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি জাসদসহ সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিতে হবে। গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলা জাসদের আয়োজনে দলটির ৪৫তম প্রতিষ্ঠা উপলক্ষ্যে স্থানীয় নোঙ্গর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. আনোয়ার হোসেন ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে সৈয়দ শফিকুল ইসলামের নাম ঘোষণা করে হাত তুলে পরিচয় করিয়ে দেন। এতে উৎফুল্ল নেতা-কর্মীরা স্বাগত জানান। আলোচনা সভায় উপজেলা জাসদের সভাপতি মো: আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, এডভোকেট সাদিক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, সহ সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, কাজী সালমা সুলতানা, রতন সরকার, জাসদ নেতা এডভোকেট শিব্বির আহামেদ লিটন, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: শামসুল আলম খান, জাসদ নেতা শেখ মিজানুর রহমান তাপস, নজরুল ইসলাম মাস্টার, শরীয়ত উল্লাহ মাষ্টার, ইব্রাহিম খলিল মাষ্টার প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ