Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় ট্যাংকলরি মালিক শ্রমিকদের কর্মবিরতি

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

খুলনায় তিন দফা দাবিতে কর্মবিরতি পালিত করেছে বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবিগুলো হচ্ছে- রাস্তা-ঘাট সংস্কার করে চলাচল উপযোগী করা, ট্যাংকরির সামনে থাকা বাম্পার অপসরণ না করা ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে সংগঠনটি। খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা করেন মালিক ও শ্রমিকরা। কর্মবিরতি চলাকালে খুলনার তিনটি জ্বালানি তেল ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা থেকে তেল উত্তোলন, পরিবহন, বিক্রয় ও বিপণন বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে যানবাহন চালকদের। পরবর্তীতে কর্মবিরতি শেষে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন কাজ শুরু হলে তা স্বাভাবিক হয়। কর্মবিরতি চলাকালে খালিশপুরস্থ খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের চত্বরে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নূর ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস, বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন, পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি কাউন্সিলর সুলতাম মাহমুদ পিন্টু, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ