Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউসিবি’র স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করে। গতকাল বৃহষ্পতিবার আয়োজিত এঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবি’র চেয়ারম্যান রুকমীলা জামান।
ইউসিবি চট্টগ্রাম অঞ্চলে কর্মরত চল্লিশোর্ধ মহিলা কর্মকর্তারা এই আয়োজনে অংশগ্রহন করেন; কেননা ধরে নেয়া হয় যে, সাধারনত চল্লিশোর্ধ মহিলারাই স্তন ক্যান্সারের ঝুঁকিতে বেশী রয়েছেন। অভিজ্ঞ চিকিৎসক ডা. শাহিদা আলম এবং ডা. জান্নাতুন নিসা অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন এবং স্তন ক্যান্সারের উপর বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাদের মতামত তুলে ধরেন এবং স্তন ক্যান্সার বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এই সচেতনতামূলক অনুষ্ঠানটি ইউসিবির সিএসআর কার্যকর্মের আওতায় আয়োজন করা হয়।
ইউসিবি’র চেয়ারম্যান রুকমীলা জামান বলেন, সব নারীকেই স্তন ক্যান্সার বিষয়ে সচেতন হতে হবে, এটা নিয়ে সংকোচের কিছু নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ