Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলমাল এগেইন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

অ্যানা ম্যাথিউ (টাবু) একজন লাইব্রেরিয়ান। উটিতে থাকে সে। তার এক অতীন্দ্রিয় ক্ষমতা আছে। জীবনে যারা অতৃপ্ত ছিল তাদের আত্মার সঙ্গে সে কথা বলতে পারে। অ্যানা কাহিনীকে ফ্ল্যাশব্যাকে জমনাদাস অনাথ আশ্রমে নেয়ে যায়। অনেকের জানা গোপাল (অজয় দেবগন) এখানেই বড় হয়েছে। গোপাল, মাধব (আরশাদ ওয়ারসি), লাকি (তুষার কাপুর) ল²ণ ১ (কুণাল খেমু) আর ল²ণ ২ (শ্রেয়াস তালপাড়ে) এই একই অনাথ আশ্রমে খুশির (পরিণীতি চোপড়া) সঙ্গে বড় হয়েছে যাকে শৈশবে অজানা কেউ অনাথ আশ্রমের প্রবেশ পথে ফেলে যায়। আনন্দ ফুর্তির মধ্যে অনাথ আশ্রমের বাসিন্দারা এক ভয়ানক তথ্য জানতে পারে। এক এক কর্নেলের বাড়িতে প্রবেশ এবং মারামারির জন্য আশ্রমের প্রতিষ্ঠাতা তাদের শাস্তি দিলে তারা পালিয়ে যায় এবং দুই গ্যাঙে নাম লেখায়। প্রতিষ্ঠাতা জমনাদাসের (উদয় টিকেকার) অন্ত্যেষ্টিক্রিয়াতে এসে অ্যানা আর কর্নেলের (সচীন খেদেকার) সঙ্গে তাদের দেখা হয়। সেখানে এক হত্যা রহস্য উদঘাটনের অভিযানে জড়িয়ে পড়ে তারা।

হলিউড শীর্ষ পাঁচ
১ টাইলার পেরি’জ বু টু! আ ম্যাডিয়া হ্যালোইন
২ জিওস্টর্ম
৩ বেøড রানার টোয়েন্টি ফর্টিনাইন
৪ হ্যাপি ডেথ ডে
৫ দ্য ফরেনার

বলিউড শীর্ষ পাঁচ
১ গোলমাল এগেইন
২ সিক্রেট সুপারস্টার
৩ জুড়োয়া টু
৪ শেফ
৫ ভূমি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ