Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইলার পেরি’জ বু টু! আ ম্যাডিয়া হ্যালোইন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কমেডি হরর ফিল্ম ‘বু টু! আ ম্যাডিয়া হ্যালোইন’ পরিচালনা করেছেন টাইলার পেরি। ‘বু! আ ম্যাডিয়া হ্যালোইন’ (২০১৬), ‘দ্য সিঙ্গল মমস ক্লাব’ (২০১৪), ‘আ ম্যাডিয়া ক্রিসমাস’ (২০১৩), ‘গুড ডিডস’ (২০১২), ‘ম্যাডিয়া’স উইটনেস প্রটেকশন’ (২০১২), ‘ম্যাডিয়া’স বিগ হ্যাপি ফ্যামিলি’ (২০১১), ‘ফর কালার্ড গার্লস’ (২০১০), ‘ম্যাডিয়া গোজ টো জেইল’ (২০০৯), ‘মিট দ্য ব্রাউন্স’ (২০০৮), ‘দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ’ (২০০৮) এবং ‘হোয়াই ডিড আই গেট ম্যারিড’ (২০০৭) পেরি পরিচালিত চলচ্চিত্রের কয়েকটি।
ম্যাডিয়া (টাইলার পেরি) তার দলকে নিয়ে ফিরেছে এই পর্বে। একদল তরুণ লেক ডেরিকের একটি বাড়িতে এসেছে হ্যালোইন উদযাপনের জন্য। এখানে এর আগে ১৪ জন মানুষ খুন হয়েছে। তাদের হ্যালোইনকে যেন আরও ভীতিকর হয় সে জন্যই এমন বাড়িতে আগমন তাদের। ম্যাডিয়া, ব্যাম (ক্যাসি ডেভিস) আর হ্যাটিসহ (প্যাট্রিস লাভলি) তাদের পরিবারের আরও কিছু সদস্য যে করেই হোক তাদের হ্যালোইন পার্টিতে বাধ সাধবে বলে পরিকল্পনা করে। তরুণরা সেখানে পৌঁছার পরই টের পায় ভূত, প্রেত, দানব আর গবলিনে ভরা সেই বাড়ি। এখন তাদের আশা কিভাবে প্রাণ নিয়ে ফিরবে সেখান থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ