প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রায় চার বছর ধরে মিডিয়াতে কাজ করছেন ঈশিকা খান। অভিনয়ের ফাঁকে ফাঁকে উপস্থাপনাও করেন। মাছরাঙ্গা টিভিতে ক্রিকেট সম্পর্কিত লাইভ শো ‘পাওয়ার প্লে’র নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। এদিকে এরইমধ্যে অভিনয়েও ব্যস্ত হয়ে উঠেছেন ঈশিকা। এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পোস্ট গ্র্যাজুয়েট’-এ অভিনয় করছেন। এছাড়া শূটিং শেষ করেছেন আজাদ আল মামুনের নির্দেশনায় ‘শুধু তোমার জন্য’ নাটকের কাজ। ঈশিকা খান বলেন, ‘শুধু তোমার জন্য নাটকের গল্পটা আমাকে কেন্দ্র করে। যে কারণে কাজটি করতে ভীষণ ভালো লেগেছে। আরেকটি ধারাবাহিকেও অভিনয় করছি। এখন শুধু মাছরাঙ্গার শো’টিরই উপস্থাপনা করছি। তবে অভিনয় করতেই আমার ভালোলাগে, অভিনয়ই আমার পেশা।’ ঈশিকা খান জানান, একটু ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান হলে তিনি উপস্থাপনায় আগ্রহী। ২০১৩ সালে মূলত অভিনয়ে ঈশিকার পথচলা শুরু। তার অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক হচ্ছে হিমেল আশরাফের ‘একদিন ছুটি হবে’, মাবরুর রশীদ বান্নাহ’র ‘নাইন অ্যান্ড হাফ’, মোস্তফা কামাল রাজের ‘দোস্ত দুশমন’, রুবায়েত মাহমুদ’র ‘সাইন আপ’, শিমুল সরকারের ‘এ কী কান্ড’ ইত্যাদি। অমিতাভ রেজার নির্দেশনায় ঈশিকা প্রথম ‘রবি’র বিজ্ঞাপনে মডেল হন। শহীদ উন নবী’র নির্দেশনায় ‘প্রেমবাজ তেলবাজ’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক শিহাব শাহীন পরিচালিত ‘ভালোবাসার চতুষ্কোণ’। বৈশাখী টিভিতে প্রচারিত ‘মিউজিক ট্রেন’ অনুুষ্ঠানে প্রথম উপস্থাপনা করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।