রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাগলনাইয়া পৌর শহরের বাঁশপাড়া গ্রামের হাজী পাড়ার জগন্নাথ বাড়ী সড়কটির বেহাল দশা। ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্ট থেকে আড়াই’শ ফুট দক্ষিন পশ্চিমে অবস্থিত কলেজ রোড থেকে ১ মন্দির পর্যন্ত প্রায় ১৫’শ ফুট লম্বা জনবহুল এ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত লোক চলাচল করে। ওই এলাকার মানুষের চলাচলের একমাত্র সড়কটি জরাজীর্ণ ও খানাখন্দে ভরে যাওয়ায় জন সাধারনের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ রাস্তা দিয়ে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারেনা। এ রাস্তা ব্যবহারের ফলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে। একটু বৃষ্টি হলেই ড্রেনের ময়লা পানি রাস্তায় উঠে চলাচলে বিঘœ ঘটায়। রাস্তা আর ড্রেন একাকার হয়ে যায়। পৌরশহর ও বাজারের পানি গুলো বৃষ্টির সময় ওই এলাকায় প্রবেশ করে রাস্তাঘাট ঘর বাড়ী তলিয়ে যায়। দিনের পর দিন জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়ে মানুষ। বর্ষা মৌসুমে হাজী পাড়ার মানুষের জলাবদ্ধতা থেকে প্রতিকার মিলেনা। দীর্ঘশ্যাস আর কষ্টের আর্তনাদ দিনকে দিন মানুষের দৈনন্দিন জীবনকে বিষিয়ে তুলেছে। বর্ষায় পানি আর কাঁদায় এলাকাটি একাকার হয়ে পড়ে। অপরদিকে হাজী পাড়া সড়কের সড়ক ও ড্রেনটির কিছু কিছু জায়গা বেদখল হয়ে যাওয়ায় সড়ক ও ড্রেনটি অনেকটা সরু হয়ে গেছে। হাজী পাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন (৩৭), শাহজাহান মাষ্টার (৫০), ওহিদুল্লাহ (৪৫), রফিক (৪৫), আনিছ (৬০), আবুল খায়ের (৪০), হাজী আবদুর রউফ (৬২) ও হাজী আবদুল করিম (৬৫) সহ এলাকাবাসী সড়কটি দ্রæত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবী জানিয়েছেন। ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা জানান, সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।