Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবার ড্যামের সুফল পাচ্ছে কৃষকেরা

রাঙ্গুনিয়া পদুয়ায় অনাবাদি জমিতে বোরো চাষ

নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রাঙ্গুনিয়া পদুয়ায় আড়াইশত একর অনাবাদি জমিতে চলতি অর্থবছর বোরো চাষ হচ্ছে। দুধপুকুরিয়া ব্রিজঘাটা রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়ন করায় শতশত কৃষক এর সুফল ভোগ করছে। কইয়াতলা বিল, নাপিত পুকুরিয়া বিল ও দুধপুকুরিয়া বিলের বোরো চাষাবাদে পর্যাপ্ত পানি সেচ পাওয়ায় সবুজ ধান গাছে মাঠ ভরে গেছে। রোগ বালাই ও পানি সংকট না থাকায় চলতি অর্থবছর বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে কৃষকরা জানিয়েছেন। নাপিত পুকুরিয়া বিলের কৃষক মো. জব্বর হাজী বলেন, চলতি বছর ৫ একর জমিতে চাষ করছি। ব্রিজ ঘাটা রাবার ড্যামে পানি সংকট নেই। পানি পাওয়ায় ধান গাছের গ্রোথ ভালো হয়েছে। এক সময় পানি সংকটে জমি অনাবাদি ছিল। কোন চাষাবাদ হত না। রাবার ড্যামের কারনে গত চারবছর যাবত কৃষকেরা চাষ করে দারুন সুফল পাচ্ছে। দুধ পুকুরিয়া গ্রামের কৃষক আব্দুল আজিজ মেম্বার বলেন, এলাকায় আর কোন অনাবাদি জমি নেই। জমিতে পানি সেচ ব্যবস্থা থাকায় এবছর ১৪ কানি জমিতে চাষ করেছি। ধান গাছে কোন রোগ বালাই না আসলে পদুয়ার তিনটি বিলে বাম্পার ফলন হবে। কইয়াতলা বিলের কৃষক মো. আব্দুল মন্নান বলেন, এলাকার অধিকাংশ জমিতে আগে কোন চাষ হত না, বছরের পর বছর অনাবাদি পড়ে থাকত। এবং প্রাকৃতিক আবহাওয়ার উপর নির্ভর করে ক্ষেতখামার ও জমি চাষাবাদ করতাম। শিলক খালের উপর ব্রিজঘাটা রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়ন করায় স্থানীয় কৃষকের ভাগ্য বদলে গেছে। কৃষক নেতা মো. মোজাম্মেল হক বলেন, ব্রিজঘাটা রাবার ড্যামের আওতায় ২৫০ একর জমির ৭০০ কৃষক চাষাবাদ করেন। চলতি মৌসুমে ৫ কানি জমিতে চাষ করেছি। পানি সংকট না থাকায় প্রতি কানি জমিতে ৮০ আড়ি (এক আড়ি সমান দশ কেজি) ৮০০ কেজি ধান উৎপাদন হতে পারে।
পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় ২০১৩ সালের ১৭ আগষ্ট বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্টের অর্থায়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ১৩ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়ন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ