রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের গৌরিপুর গ্রামে প্রেমের ফাদে ফেলে দফায়, দফায় ধর্ষন করে ৫মাসের অন্তঃসত্তা করার অভিযোগ করেছে কিশোরী পরিবার। বিচারের আশায় গ্রাম্য মাতব্বরদের দ্বারে দ্বারে ওই পরিবার। গতকাল সকালে সরেজমিন খোজ নিয়ে জানা যায়, গৌরিপুর গ্রামের ভ্যানচালক দিনমজুর পিতা শফিকুল ইসলাম কালুর মেয়ে সাথে প্রতিবেশী আলী হোসেনের স্কুল পড়–য়া ছেলে জুয়েল প্রেমের ফাদে ফেলে দফায়, দফায় ধর্ষন করে। ৫মাসের অন্তঃসত্তার খরব মেষ্টা ইউনিয়নে টক অব দ্যা টাউনে পরিনীত হয়েছে। আর এ ঘটনায় প্রভাবশালীদের ছত্র ছায়ায় কিশোরীর পরিবারকে আলী হোসেন বিভিন্ন ভাবে হুমকী দিচ্ছে। কিশোরীর মা মঞ্জুয়ারা বেগম জানান, অন্যের বাড়ীতে বসবাস করি এবং কাজ করে খাই বলে বাড়ীতে না থাকার সুযোগে আমার মেয়ের সাথে এ অবৈধ শারীরিক সম্পর্ক করেছে আলী হোসেনের ছেলে জুয়েল। আমি এ ঘটনার বিচার চাই। তবে মা আঞ্জুয়ারার দাবী একটি প্রভাবশালী মহলের ভয়ে এখনো কোন ধরনের মামলা করতে পারেনি। উল্টো তাদেরকেই মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখানো হচ্ছে তাদের। এ ব্যাপারে আলী হোসেন জানান, আমার ছেলে জুয়েল এর দ্বারা যদি কাজ হয় আর যদি প্রমান হয় তাহলে আমরা ছেলের বউ করে ঘরে আনবো। মেস্টা ইউপি চেয়ারম্যান জামিনুর ইসলাম তালুকদার জানান, বিষয়টি আমি এখনো জানিনা বা কেউ এখনো কোন অভিযোগ করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।