রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টানা বৃষ্টির কারণে ফেনীর বাজারে আরেক দফা বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে বেড়েছে নাভিশ্বাস।
বিক্রেতারা জানান, বৃষ্টি হলেই সবজির বাজারে আগুন লেগে যায়। বর্তমানে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, করলা ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, সসিন্দা ৫৫ থেকে ৬৫ টাকা, ছড়া ৪০ থেকে ৫০ টাকায়, কচুর লতি ৫০ থেকে ৬০ টাকায়, বাঁধাকপি ৮০ থেকে ৯০ টাকা, টমেটো ৯০ টাকায়, মুলা ৬০ থেকে ৬৫ টাকায়, জালি কুমড়া ৫০ থেকে ৬০ টাকায়, শসা ৬০ থেকে ৭০ টাকায়, কলা হালি ৩৫ টাকা থেকে ৪০ টাকায়, বেগুন ৫৫ থেকে ৬০ টাকায়, কাকরল ৬০ থেকে ৭০ টাকায়, কাঁচামরিচ ১৫০ থেকে ১৬০ টাকা, ছোট লাউ ৫০ টাকা, মাঝারি ও বড় সাইজের লাউ ৭০ থেকে ১০০ টাকা, পুঁইশাকের আটি ৪০ থেকে ৫০ টাকা, কুমড়ার শাক ৪০ থেকে ৫০ টাকা, লালশাক ২৫ থেকে ৩০ টাকা, পাটশাক ৩০ টাকা, কলমিশাক ২০ থেকে ২৫ টাকা। ফেনী বড়বাজার, মুক্তবাজার, মহিপাল বাজার ও পৌর হকার্স মার্কেটসহ ছয় উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে প্রভাব পড়েছে।
ফেনী বড়বাজারের বিক্রেতা মো. বেলাল হোসেন জানান, টানা বৃষ্টি হওয়াতে সবজির সরবারহ কম থাকায় দাম বেড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।