বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে প্রায় ১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে টোলপ্লাজার ওভারলোড স্কেলের জন্য জিংলাতুলি পর্যন্ত ঢাকাগামী লেনে এ যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ভোর থেকে এ যানজটের সৃষ্টি হওয়া যানজট ক্রমেই দীর্ঘ হচ্ছে। যানজট নিরসনের চেষ্টা করছে পুলিশ, আশা করি কম সময়ের মধ্যেই সব স্বাভাবিক হবে।
ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রী শফিকুল ইসলাম বলেন, মহাসড়কের জিংলাতলী এলাকা এক ঘন্টা ধরে গাড়ি আটকে আছে।
মাইক্রোবাস চালক শাকিল মিয়া বলেন, ভোর ৬টার দিকে চান্দিনার মাধাইয়ায় নাস্তা শেষে রওনা দিয়েছি, সকাল ৮টা বাজলেও এখনও গৌরিপুর পৌঁছাতে পারেনি।
হাইওয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, যানজটের কারণ ওভার লোড কন্ট্রোল মেশিন। তবে সেখানকার যানজট স্থায়ী না হলেও আজ মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় যানজট দেখা দিয়েছে। আমরা যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।