বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চান্দিনা উপজেলায় চোর সন্দেহে শাহ আলম (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) ভোর ৫টায় উপজেলার ধেরেরা গ্রামে এ ঘটনা ঘটে। দুই সন্তানের জনক নিহত শাহআলম ওই গ্রামের শহিদউল্লার ছেলে।চোখের সামনে ছেলেকে পিটিয়ে হত্যার দৃশ্য দেখে তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন নিহতের মা ফিরোজা বেগমও (৪৫)।নিহতের স্ত্রী মনি আক্তার বলেন, ফজরের আযানের পর আমরা ঘুম থেকে উঠি। আমি গৃহস্থালির কাজ শুরু করি আর তিনি (শাহআলম) বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর লোক মারফত জানতে পারি তাকে পার্শ্ববর্তী মিয়া বাড়িতে বেঁধে রেখেছেন।
খবর পেয়ে আমরা ওই বাড়িতে গিয়ে দেখি ৬-৭জন লোক তাকে এলোপাথাড়ি মারধর করছেন। এসময় আমার শাশুড়ি এগিয়ে গেলে তাকেও মারধর করেন। একপর্যায়ে আমার স্বামীর মৃত্যু ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।