বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বিনা মামলায় বিনা ওয়ারেন্টে এক আসামীর স্ত্রীকে ১৫ মাসের অসুস্থ্য শিশু সন্তানসহ আটক করে থানায় এনে আটকে রেখেছে নরসিংদী থানা পুলিশ। গত মঙ্গলবার দুপুরে তার বাড়ী থেকে আটক করে থানায় এনে ২৪ ঘন্টাও অধিক সময় আটকে রেখে গতকাল বুধবার বিকেলে রহস্যজনক কারণে ছেড়ে দিয়েছে। এই অভিযোগ তার পরিবারের লোকজনের।
তার পরিবারের সদস্যরা জানিয়েছে, আঁখির স্বামী ফুরকান শহরের বীরপুর এলাকার বিল্লাল নামে এক ব্যক্তিকে গুলি করার মামলার একজন আসামী। সপ্তাহখানেক পূর্বে ফুরকানকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। স্বামীকে গ্রেফতারের পর আঁখি তার বাবার বাড়ী সাটিরপাড়ায় চলে যায়। এই মামলায় তার স্ত্রী আঁখি বেগমকে কোন আসামী করা হয়নি এবং এই ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই। আঁখি’র ১৫ মাসের একটি কোলের শিশু মারাত্মক অসুস্থ ছিল। কিছুদিন পূর্বে তাকে চিকিৎসা দিয়ে বাড়ী এনেছে। গত মঙ্গলবার দুপুরে থানা পুলিশের এসআই মোস্তাক তার বাড়ীতে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর দীর্ঘ ২৪ ঘন্টারও বেশী সময় থানায় আটকে রেখে বুধবার বিকেলে তাকে রহস্যজনক কারণে আবার ছেড়ে দেয়। এ ব্যাপারে এসআই মোস্তাক সাংবাদিকদের নিকট আঁখিকে থানায় নিয়ে আটক করার কথা স্বীকার করেন। তবে কেন আটক করা হয়েছে সে সম্পর্কে তিনি জানান যে, ওসি’র নির্দেশে তাকে আটক করা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।