Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন সন্তানের মাকে নিয়ে উধাও স্বেচ্ছাসেবক লীগ নেতা

| প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


ঝিনাইদহ জেলা সংবাদদাতা : তিন সন্তানের জননীকে নিয়ে উধাও হয়েছেন ইদ্রিস আলী নামে এক সেচ্ছাসেবক লীগ নেতা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মাসুদের স্ত্রী অর্জিনা খাতুনকে (৩৮) কে নিয়ে গতকাল বুধবার তিনি অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইদ্রিস আলী ঝিনাইদহ সদর উপজেলার খড়াশুনী (নওদাপাড়া) গ্রামের ইচাহাক মুন্সীর ছেলে। এদিকে নাবালক তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন মাসুদ। তিন সন্তান মাসুরা, মুন্না ও মান্না সর্বক্ষণ মায়ের জন্য কান্নাকাটি করছে। অর্জিনা খাতুনের স্বামী মাসুদ অভিযোগ করেন, লম্পট ইদ্রিস আলীকে নিয়ে এলাকায় একাধিকবার নারী ঘটিত বিচার সালিশ হয়েছে। তারপরও সে নারী মোহ থেকে বিরত থাকেনি। ধর্ম মা পাতিয়ে ইদ্রিস আলী অনেক নারীকে শ্লীলতাহানিতা করেছে বলে অভিযোগ। এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে ইদ্রিস আলী একের পর এক অপকর্ম ঘটিয়ে গেলেও তার বিরুদ্ধে কেও টু-শব্দ করতে পারে না। এ বিষয় নলডাঙ্গা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা মানিক শেখ বৃহস্পতিবার দুপুরে জানান, অর্জিনা খাতুনের স্বামী মাসুদ একটি অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ তিনি তার স্ত্রীকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। আমরা সেটি তদন্ত করে ব্যবস্থা নেব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ