Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবির ভর্তি পরীক্ষার্থী মেয়েকে রুমে পৌঁছিয়ে দিয়ে বাবা নিখোঁজ

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর মেয়েকে মেসে পৌছে দিয়ে নিখোঁজ হয়েছেন আব্দুল কাইয়ুম (৫০) নামের এক ব্যক্তি। তবে ফোন ট্রাক করে নিখোঁজ হওয়া ব্যক্তি রাজশাহীর বিনোদপুর এলাকায় অবস্থান করছে বলে দাবি পরিবারের। নিখোঁজ আব্দুল কাইয়ুম নামের ঐ ব্যাক্তির বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায়। গত ২৩ অক্টোবর রাতের পর থেকে পরিবারের কারও সাথে যোগাযোগ হয়নি বলে দাবি পরিবারের। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর শনিবার রাতে ময়মনসিংহ থেকে রাজশাহীতে আসেন তিনি। ২২ অক্টোবর এ ও ই ইউনিটের পরীক্ষা শেষে রাতে ময়মনসিংহের দিকে রওয়ানা হন। ২৩ অক্টোবর সকালে মেয়ে সারাকে মেসে রেখে বাড়িতে যাচ্ছেন বললেও বাড়িতে পৌছাননি তিনি। পরে ওই দিন রাতে ভাগিনার কাছে ফোন দিয়ে ২ হাজার টাকা চান। ভাগিনা বিকাশে করে টাকা পাঠানোর পর থেকে নিখোজ ব্যক্তির ফোন আর খোলা পাওয়া যায়নি। এদিকে মেয়ে দিলারা জান্নাত সারা জানান, ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে তারা ময়মনসিংহ পুলিশের থেকে ফোন ট্রাক করেন। বিভিন্ন সময়ে তিনবার ট্রাক করলে রাজশাহীর বিনোদপুরে ঠিকানা দেখাচ্ছে বলে বলে দাবি তাদের। এনিয়ে ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তারা বলে জানা গেছে। এবিষয়ে জানতে চাইলে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আব্দুল কাইয়ুম নামের ঐ ব্যক্তির খোজ পাওয়া যাচ্ছেনা বলে আমাদের জানিয়েছে ব্যক্তির পরিবার। এখনো রাজশাহীতে তার অবস্থান সম্পর্কে কোন কিছুই জানতে পারিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ