প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ওয়ার্ক পারমিট ছাড়া টুরিস্ট ভিসায় এসে বাংলাদেশে যাতে বিদেশি শিল্পীরা কাজ না করতে পারে সে ব্যাপারে কঠোর হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। অভিনেতা ফারুকের নেতৃত্বে চলচ্চিত্র পরিবারের সদস্যরা সম্প্রতি র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সেখানে র্যাবের মহাপরিচালক শিল্পী সমিতির নেতাদের আশ্বস্ত করেন, প্রশাসন এসব অনিয়ম রুখতে সবসময় কঠোর থাকবে। ওয়ার্ক পারমিট নিশ্চিত, পাইরেসি বন্ধে আইনি সহায়তা প্রদান, শিল্পের প্রসারে সার্বিক সহযোগিতাসহ চলচ্চিত্র শিল্পে বিদ্যমান অসুবিধাসমূহ দূরীকরণে প্রশাসন সবরকম সহযোগিতা করবে বলে জানানো হয়। শিল্পী সমিতির সাধারণ স¤পাদক ও চিত্রনায়ক জায়েদ খান বলেন, চলচ্চিত্রে পাইরেসি বন্ধ করতে প্রশাসন প্রশংসনীয় ভ‚মিকা পালন করে আসছে। তবে পাইরেসি এখনো নির্ম‚ল হয়নি। পাইরেসি নির্ম‚ল করতে র্যাব সবসমসয় চেষ্টা চালাচ্ছে। তারপরেও র্যাব প্রধান ও উচ্চপদস্ত কর্মকর্তাদের কাছে শিল্পী সমিতির পক্ষ থেকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। জায়েদ খান বলেন, পাইরেসি নির্ম‚লের পাশাপাশি অনিয়ম করে রাতের অন্ধকারে বিদেশি শিল্পী এদেশে টুরিস্ট ভিসায় এসে শূটিং করে চলে যাচ্ছে। কোনোরকম ওয়ার্ক পারমিট নিচ্ছে না। এতে সরকারের রাজস্বে ফাঁকি পড়ছে। এই অনিয়ম বন্ধ করতেও প্রশাসনের সহায়তা চেয়ছি। কারণ আমাদের দেশের শিল্পী দেশের বাইরে ওয়ার্ক পারমিট ছাড়া একদিনও কাজ করতে পারেনা। কাজেই ভিনদেশি শিল্পীদের ছাড় দেয়ার প্রশ্নই আসেনা। এসময় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির উপদেষ্টা নায়ক ফারুক, শিল্পী সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি রিয়াজ, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক ইমন, চিত্রনায়িকা অঞ্জনা, পপি, তমা মির্জা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।