Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি শিল্পেিদর কাজ করার বিষয়টি নজরদারি করবে র‌্যাব

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ওয়ার্ক পারমিট ছাড়া টুরিস্ট ভিসায় এসে বাংলাদেশে যাতে বিদেশি শিল্পীরা কাজ না করতে পারে সে ব্যাপারে কঠোর হচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। অভিনেতা ফারুকের নেতৃত্বে চলচ্চিত্র পরিবারের সদস্যরা সম্প্রতি র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সেখানে র‌্যাবের মহাপরিচালক শিল্পী সমিতির নেতাদের আশ্বস্ত করেন, প্রশাসন এসব অনিয়ম রুখতে সবসময় কঠোর থাকবে। ওয়ার্ক পারমিট নিশ্চিত, পাইরেসি বন্ধে আইনি সহায়তা প্রদান, শিল্পের প্রসারে সার্বিক সহযোগিতাসহ চলচ্চিত্র শিল্পে বিদ্যমান অসুবিধাসমূহ দূরীকরণে প্রশাসন সবরকম সহযোগিতা করবে বলে জানানো হয়। শিল্পী সমিতির সাধারণ স¤পাদক ও চিত্রনায়ক জায়েদ খান বলেন, চলচ্চিত্রে পাইরেসি বন্ধ করতে প্রশাসন প্রশংসনীয় ভ‚মিকা পালন করে আসছে। তবে পাইরেসি এখনো নির্ম‚ল হয়নি। পাইরেসি নির্ম‚ল করতে র‌্যাব সবসমসয় চেষ্টা চালাচ্ছে। তারপরেও র‌্যাব প্রধান ও উচ্চপদস্ত কর্মকর্তাদের কাছে শিল্পী সমিতির পক্ষ থেকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। জায়েদ খান বলেন, পাইরেসি নির্ম‚লের পাশাপাশি অনিয়ম করে রাতের অন্ধকারে বিদেশি শিল্পী এদেশে টুরিস্ট ভিসায় এসে শূটিং করে চলে যাচ্ছে। কোনোরকম ওয়ার্ক পারমিট নিচ্ছে না। এতে সরকারের রাজস্বে ফাঁকি পড়ছে। এই অনিয়ম বন্ধ করতেও প্রশাসনের সহায়তা চেয়ছি। কারণ আমাদের দেশের শিল্পী দেশের বাইরে ওয়ার্ক পারমিট ছাড়া একদিনও কাজ করতে পারেনা। কাজেই ভিনদেশি শিল্পীদের ছাড় দেয়ার প্রশ্নই আসেনা। এসময় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির উপদেষ্টা নায়ক ফারুক, শিল্পী সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি রিয়াজ, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক ইমন, চিত্রনায়িকা অঞ্জনা, পপি, তমা মির্জা।



 

Show all comments
  • রবিন ২৬ অক্টোবর, ২০১৭, ৪:৩৩ এএম says : 0
    অত্যান্ত ভালো উদ্যোগ।
    Total Reply(0) Reply
  • Murtuza Chowdhury ২৬ অক্টোবর, ২০১৭, ১:১৫ পিএম says : 0
    সুধু শিল্পীরা নয় বিদেশী অনেক লোক ওয়ার্ক পারমিট ছাড়া বাংলাদেশের বিভিন্ন কোম্পানি, কলকারখানা ও হোটেলে কাজ করে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা হাতিয়ে নিয়ে যাচ্ছে দেশের বাইরে। তাদেরকেও নজরদারীতে আনা উচিৎ। যেসব প্রতিষ্ঠান এসব অবৈধ ব্যক্তিকে চাকুরী দিবে তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিৎ।
    Total Reply(0) Reply
  • Foysal Hasan ২৬ অক্টোবর, ২০১৭, ১:১৫ পিএম says : 0
    শুধু শিল্পী না বিদেশী প্রতিটি নাগরিক কে ওয়ার্ক পার্মিট নিতে হবে
    Total Reply(0) Reply
  • Niloy Khan ২৬ অক্টোবর, ২০১৭, ১:১৫ পিএম says : 0
    very good job
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ