বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতাকে মারধর করেছে কর্মীরা। বুধবার বেলা আড়াই টার দিকে মীর মশাররফ হোসেন একাডেমি ভবনের সামনে এ মারধরের ঘটনা ঘটে। লাঞ্ছিত মেহেদী হাসান সুমন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র এবং ব্যবসা প্রশাসন অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের নামে খারাপ মন্তব্য করছে এমন অভিযোগ করে তাকে খুজতে থাকে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা। পরে তাকে মীর মোশারফ হোসেন ভবনের সামনে পেয়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের তাসনিম-ই-তারিক আবির, ইতিহাস বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বিপুল হোসেন, পরিসংখ্যান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের হামিদুল ইসলাম হামিদসহ ৭-৮ জন মেহেদীকে মারধর করে।
পরে উপস্থিত শিক্ষার্থীরা আহত মেহেদীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে মেহদী হাসান সুমন বলেন, আমি সভাপতি গ্রুপ করি বলে তারা আমাকে মেরেছে।
ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা হালিম বলেন,জেলা কল্যান সমিতি নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। এটা ছাত্রলীগের কোন বিষয় না।
ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন,মেহেদী আমার গ্রুপ করেনা, তবে ছাত্রলীগ করে। মারধরের বিষয়টি সাধারণ সম্পাদক মিটিয়ে নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।