Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাতক্ষীরা সীমান্তে নারী- পুরুষ ও শিশুসহ ২১ জন আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ৫:২৪ পিএম

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার পর সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। বুধবার সকাল আটটার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা জানান, তারা সবাই বাংলাদেশি নাগরিক। কেউ চিকিৎসা নিয়ে, আবার কেউ কাজ করে অবৈধপথে দেশে ফিরছিলেন তারা। আটককৃতদের মধ্যে ছয়জন নারী, ১০ জন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে।

বিজিবির তলুইগাছা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, আটককৃতদের বাড়ী গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন গ্রামে। এরা ছয় মাস আগে ভারতে যায়। বুধবার সকালে তারা সীমান্ত পেরিয়ে তলুইগাছা বাজারে আসে।

এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ