Inqilab Logo

শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফ্লাইটের চাকা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, ৬৬ যাত্রী অক্ষত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:৫৫ পিএম

সৈয়দপুর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা বিকল খুলে গেছে।

ফলে ওই বিমানে ওই ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে। ৬৬ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার সময় রানওয়েতে উড়োজাহাজটির পেছনের চাকা খুলে যায়।

জানা গেছে, ১০টা ৪৫ মিনিটে ওই ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে। উড়োজাহাজটিতে পাইলটসহ ৭১ জন লোক ছিল।

জানা গেছে, সকাল ৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের ড্যাশ ৮ উড়োজাহাজে ৬৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এরমধ্যে উড়োজাহাজের একটি চাকা খুলে পড়ে যায়।

এ কারণে ঢাকায় জরুরি অবরতণ করে উড়োজাহাজটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের সব প্রস্তুতি সম্পন্ন করার পর নিরাপদে বিমানটি অবতরণ করে।

কী কারণে এ ঘটনা ঘটেছে তা অনুসন্ধান শেষে বিস্তারিত জানা যাবে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ