Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাভেল এজেন্ট অফিসে অভিযানে থানা’র অংশ গ্রহণ থাকতে হবে

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর ফকিরাপুলসহ বিভিন্ন এলাকার ট্রাভেল এজেন্ট অফিসে সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নানা হয়রানির অভিযোগ উঠেছে। সম্প্রতি ফকিরাপুলস্থ জিনেট টাওয়ারের একটি অফিসে সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালালে গোটা ভবনের ট্রাভেল এজেন্সি’র মালিক-প্রতিনিধিরা বিক্ষোভে ফেটে পড়ে। ভূয়া ডিবির সদস্য বলেও ভবনের গেইট তালা লাগিয়ে দেয়া হয়। পরে মতিঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরুদ্ধ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্ধার করে থানায় নেয়া হয়। পরের দিন জিনেট টাওয়ারে ট্রাভেল এজেন্ট মালিক পক্ষের সাথে স্থানীয় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিস্তারিত আলোচনার পর পুলিশ কর্তৃপক্ষ আশ্বাস দেন কোনো ট্রাভেল এজেন্সি’র অফিসে অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ অভিযান চালালে সংশ্লিষ্ট থানাকে অবহিত করে থানা পুলিশসহ অভিযান চালাতে হবে। বৈঠকে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মতিঝিল জোনের এসি, বায়রার সাবেক মহাসচিব ও আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদের প্যানেল প্রধান মনছুর আহমেদ কালাম, আটাব নেতা শিবলী নোমান, জিনেট টাওয়ার ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কেবি ট্রাভেলসের স্বত্বাধিকারী কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ