পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
![img_img-1734996328](https://old.dailyinqilab.com/resources/images/cache/169x169x3_1678437663_IMG-20230310-WA0005.jpg)
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বেসরকারি মাদরাসা (ইবতেদায়ীসহ), স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের চাকরি অবিলম্বে জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন। তিনি বলেন, বেসরকারি মাদরাসা (ইবতেদায়ীসহ), স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ সময়ের দাবী। অনতিবিলম্বে এ দাবী পূরন করতে হবে। গত সোমবার বাদ মাগরিব বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে তিনি এই দাবি জানান। জমিয়াত সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে, মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীর পরিচালনায় রাজধানীর মহাখালিস্থ গাউসুল আযম কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক জমিয়াত সভাপতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, মাদরাসা অধিদপ্তর, মাদরাসা শিক্ষাবোর্ড ও বিএমটিটিআই এর সকল পদে মাদরাসা শিক্ষিতদের অগ্রাধিকার না দেয়ায় উদ্ধেগ প্রকাশ করেন। তিনি এসব প্রতিষ্ঠানের সকল পদে মাদরাসা শিক্ষায় শিক্ষিতদের অগ্রাধিকার দেয়ার জোর দাবী জানান। সেই সাথে নতুন কারিকুলাম, সিলেবাস ও বিষয়ের আলোকে জনবল কাঠামো নির্ধারণ, মাদরাসার সহকারি মৌলভীদের উচ্চতর স্কেল প্রদান, ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিফিনের ব্যবস্থা করার জোর দাবী জানান।
এসময় এ এম এম বাহাউদ্দীন আরবি বিশ্ববিদ্যালয়ের পিপি (প্রকল্প প্রস্তাব) অনুমোদন করায় প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে ব্যাপক সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে দেশের সকল জেলা, উপজেলা ও মাদরাসা শাখার প্রতি জমিয়াত কর্তৃক রোহিঙ্গাদের সাহায্যার্থে গঠিত ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতার আহ্বান জানানো হয়। এছাড়া সভায় তিনটি সিদ্ধান্তও গ্রহণ করা হয়। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে ইবতেদায়ীসহ বেসরকারি মাদরাসার সকল শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য জনমত সৃষ্টির উদ্দেশ্যে আগামি ২০ নভেম্বর দুপুর ১২টায় এক যোগে দেশের সকল মাদরাসায় শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা। ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদরাসার সকল শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২১ নভেম্বর থেকে বিভাগীয় ও আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সকল কর্মসূচী শেষে ২০১৮ সালের জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় একটি মহা সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। এসকল কর্মসূচী সফলভাবে অনুষ্ঠানের জন্য উপজেলা, জেলা শাখা ও আঞ্চলিক দায়ীত্বশীলদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।