Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাগারে ভিপি সাইফুল আজ কারামুক্তির সম্ভাবনা

কাশিমপুর থেকে ফের বগুড়া

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, বগুড়া ঃ এক মাসের বেশি সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম আজ বুধবার বগুড়া কারাগার থেকে জামিনে মুক্তি পেতে পারেন বলে দলীয় সূত্র ও তার জামিন প্রক্রিয়ায় নিয়োজিত আইনজীবীদের সূত্রে জানা গেছে। সংশ্লিস্ট সূত্রে জানাগেছে, তার বিরুদ্ধে দায়েরকৃত ৪টি মামলায় হাজিরা দিতে গিয়ে গিয়ে ২১ সেপ্টেম্বর বগুড়ার পৃথক দুটি আদালতে উপস্থিত হলে একটি আদালতে দুটি মামলায় জামিন মঞ্জুর ও অপর আদালতে দুটি মামলায় জামিন না মঞ্জুর হয়। আদালতের নির্দেশে ওই দিনই তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়। এরপর তাকে বগুড়া কারাগার থেকে গাজীপুরের কাশিমপুরস্থ বিশেষায়িত কারাগারে পাঠায় কারা কর্তৃপক্ষ। ভিপি সাইফুলকে কারাগারারে পাঠানোর পর থেকেই তার মুক্তির দাবিতে বগুড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কর্মসুচি পালন করা হচ্ছে। রাজধানী ঢাকাতেও তার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এদিকে স্থানীয় আদালতে জামিনের চেষ্টা ব্যর্থ হলে তার আইনজীবীরা হাইকোর্টে মাননীয় বিচারপতি ওবায়দুল হক ও বিচারপতি কৃষ্ণ দে-এর সমন্বয়ে গঠিত বেঞ্চে ভিপি সাইফুলের জামিনের আবেদন করলে গত ১৮ অক্টোবর তার জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারকদ্বয়। জামিনের পরপরই জামিন সংশ্লিষ্ট কাগজপত্র সরকারি ডাকে পাঠানো হয়েছে বলে জানান জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল। বগুড়া বারের সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি এবং বিএনপি নেতা এ্যাড, সাইফুল ইসলাম হাইকোর্টে ভিপি সাইফুলের জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভবত আজ বুধবার জামিন সংশ্লিষ্ট কাগজপত্র বগুড়ায় এসে পৌঁছুলে বগুড়া কারাগার থেকে ভিপি সাইফুলের কারামুক্তিতে কোন বাধা থাকবেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ