Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে অস্ত্র ও গুলিসহ প্রবাসী গ্রেফতার

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচর মল্লিককান্দি গ্রাম থেকে মঙ্গলবার গভীর রাতে দুলাল মল্লিক (৪০) নামের এক প্রবাসীকে দেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুরের ক্যাম্পের একটি দল।
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল উপজেলার রাজারচর মল্লিককান্দি গ্রামের মাসুম মল্লিকের ছেলে সৌদি আরব প্রবাসী দুলাল মল্লিকের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় দুলাল মল্লিকের বসতঘর থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শিবচর থানায় একটি অস্ত্র মামলা হয়েছে। গ্রেফতার ঐ প্রবাসীকে অস্ত্র ও গুলিসহ শিবচর থানার মাধ্যমে আদালতে চালান করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ