Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে ভ‚মি দখলের অভিযোগ

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে প্রভাবশালী কর্তৃক করস্থানসহ ভু-সম্পত্তি দখলের অভিযোগ করেছেন উপজেলার উছমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের ইসবর মামন। মঙ্গলবার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এই অভিযোগ উত্থাপন করে তিনি অভিযোগ করে বলেন, তার মৌরসী সম্পত্তি পাঁচপাড়া মৌজার জেএল নং ১১৬, ১৫৩৬, ১৫৪০, ১৫৪১ দাগের মোট ৫১ শতক জায়গার মধ্যে ১১ শতক জায়গাসহ পারিবারিক কবর স্থানের ভুমি জোরপূর্বক দখল করে রেখেছেন একই গ্রামের জাকির আহমদ, শিপন আহমদ, রাজু মিয়া ও সাজু মিয়া গং। সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে চাইলেও দখলকারীরা তাদের উল্টো গালিগালাজ করে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দখলদারদের হাত থেকে কবরস্থানসহ তাদের মৌরসী ভূসম্পত্তি উদ্ধারের জন্য তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইসবর মামনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার চাচাত ভাই আবদুল তাহিদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ